তাহসান-মিথিলার সেই লাইভ আয়োজনে ইভ্যালির খরচ অর্ধকোটি টাকা!
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি লোভনীয় অফার আর বিজ্ঞাপন দিয়ে দ্রুতই সাড়া ফেলেছিল। কিন্তু গ্রাহকের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাতারাতি এই চিত্র পাল্টে যায়।
গ্রাহকের প্রতারণার মামলায় এখন কারাগারে আছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।
ইভ্যালির একটি লাইভ শো নিয়ে এখন চলছে আলোচনা। বিচ্ছেদের পর ইভ্যালির একটি লাইভ শো তে হাজির হয়েছিলেন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা।
চলতি বছরের মে মাসে তাহসানের এক ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। তিনি লিখেছিলেন, এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। সেই পোস্টের জবাবে মিথিলা লিখেছিলেন, রিয়েলি! সারপ্রাইজের অপেক্ষায় রইলাম।
এরপর তাদের দেখা যায় ইভ্যালির লাইভ অনুষ্ঠানে। অ্যাকাউন্ট শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তাহসান-মিথিলার ওই লাইভ অনুষ্ঠান করতে ইভ্যালির অর্ধকোটি টাকার বেশি খরচ হয়। ওই অনুষ্ঠানের আয়োজন করেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন।
এদিকে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার পর তাহসান ও মিথিলা জানিয়েছেন, তারা আর ইভ্যালির সঙ্গে নেই। এর আগে একই কথা বলেন আরিফ আর হোসেন।
সৌজন্যেঃ বার্তা বাজার