পবিত্র ঈদুল ফিতরের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা করুন!!!
বাংলাদেশ দেশের স্বাধীনতার ৪৮ বছরে ও বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাসের কোনো রুপ পরিবর্তন হলো না।
সেই যে মুল বেতনের ২৫% ঈদ বোনাস শুরু হয়েছে তা অদ্য পর্যন্ত তা অক্ষত অবস্থায় আছে। যা বাড়ার কোনো লক্ষণই নেই।
যে সরকারই আসুক দেখা যাচ্ছে বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে কোনো পদক্ষেপ আজও পর্যন্ত গ্রহণ করেনি।
চলতে আছে এনালগ যুগকে অনুসরণ করে। বেসরকারি শিক্ষকদের ভাগ্যের চাকা আর ঘুরছে না। স্থবির হয়ে পড়েছে সারা জীবনের জন্য কেউ নেই এ অবস্থা থেকে উত্তোলনের।
বর্তমান যুগকে যেহেতু ডিজিটাল যুগ ঘোষণা করা হয়েছে। সেহেতু বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস এখনো এনালগ কেন ?
যুগের তালে তালে যেহেতু সব কিছুই হচ্ছে তাহলে বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাসের ভাগ্যের চাকা স্থবির হয়ে গেল তা কোনো মতেই মেনে নেওয়া যায় না।
দেশ এগিয়ে যাচ্ছে শুধু পিছিয়ে পড়েছে বেসরকারি শিক্ষকরা। বৈষম্যের যাঁতাকলে পড়ে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আজ দেখা দিচ্ছে চরম শিক্ষক অসন্তোষ।
দাবি আদায়ে শিক্ষককে করতে হয় আন্দোলন। নামতে হয় প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে এমনটা কেন হবে ডিজিটাল যুগে তা কারোর বোধগম্য নয়।
দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এটা আমাদের জন্য বড়ই গর্বের কথা কিন্তু শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে উন্নত দেশ কল্পনা করা যায়।
উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা থাকবে উন্নত এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় এটা দুই মেরুতে একটি সরকারি এবং অপরটি বেসরকারি। সরকারি শিক্ষকরা পাবে ফুল বোনাস আর বেসরকারি শিক্ষকরা মুল বেতনের ২৫%।
যেখানে শিক্ষা ব্যবস্থা এবং যোগ্যতা ও সমপরিমাণ তাহলে এ দুইয়ের মধ্যে উৎসব ভাতা ও একই হওয়া জরুরি।
বেসরকারি শিক্ষকদের এই স্বল্প বোনাসে ঈদ করাই দুষ্কর হয়ে পড়ে। বর্তমানে জিনিস পত্রের দামের সাথে বেতন এবং বোনাসের টাকা একত্রিত করলেও তার সমপরিমাণ হয় না।
তাই বেসরকারি শিক্ষকদের মানবেতর জীবনযাপন করতে হয়। অন্যের কাছ থেকে ধার অথবা লোন নিয়ে প্রয়োজন মেটাতে হয়। যা বড়ই দুঃখের বিষয় বাস্তব জীবনে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বিনীত অনুরোধ এই যে, আপনি বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস ১০০% করার ব্যবস্থা করে হতাশাগ্রস্ত জীবন থেকে রক্ষা করুন।
শিক্ষক জাতিকে চিরকাল আপনার পাশে পাবেন।ধন্যবাদান্তে
কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশন
শ্রীনগর,মুন্সিগঞ্জ
সিনিয়র যুগ্ম - মহাসচিব (কেন্দ্রীয় কমিটি)
বাংলাদেশ শিক্ষক সমিতি ( নজরুল ইসলাম রনি)
০১৯১৬২৯২৪৮৩