শিক্ষা প্রতিদিন ডট কম এ সংবাদকর্মী নিয়োগ চলছে
বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের শিক্ষা সংবাদ সার্বক্ষনিক প্রচার ও প্রসারের লক্ষ্যে জনপ্রিয় ও বহূল প্রচারিত “শিক্ষা প্রতিদিন ডট কম” অনলাইন নিউজ পোর্টালে জরুরী ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয়-কলেজ, দেশ বরেণ্য কবি-সাহ্যিতিক, ও দেশের বাইরে অবস্থানরত সৎ, সাহসী, কলম সৈনিক নিয়োগ দেওয়া হচ্ছে।
লেখক / প্রতিনিধি হিসেবে “শিক্ষা প্রতিদিন ডট কম” অনলাইন নিউজ পোর্টালে যোগদান করতে আগ্রহী হলে আবেদন ফরম পূরণ পূর্বক (স্ক্যান কপি ) এবং নমুনা সংবাদ অথবা পূর্বে প্রকাশিত সংবাদের লিঙ্ক ( যেকোন বিষয় , নতুনদের জন্য প্রযোজ্য) ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হল। ইমেইল ঠিকানাঃ shikshapratidin@gmail.com
আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুনঃ আবেদন ফরম
কেন লেখক / প্রতিবেদক হবেনঃ
শিক্ষক/কর্মচরিী ও ছাত্র/ছাত্রীদের বিভিন্ন দাবি, সমস্যা, বৈষম্য দেশের সকল শ্রেণির মানুষের কাছে পৌছে দেওয়া আমাদের অঙ্গিকার।
“শিক্ষা প্রতিদিন ডট কম” এ আপনার কোন লেখা বা প্রদান করা তথ্য হয়তো অন্য কারো তথ্যের চাহিদা পূরণ করতে পারে বা সমস্যার সমাধান দিতে পারে। একই ভাবে অন্য কারো লেখা বা প্রদান করা তথ্য থেকে আপনিও উপকৃত হতে পারেন।
“শিক্ষা প্রতিদিন ডট কম” বাংলাদেশের জনপ্রিয় শিক্ষা বিষয়ক বাংলা অনলাইন নিউজ পোর্টাল। “শিক্ষা প্রতিদিন ডট কম” এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল স্তরের বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটা কমিউনিটি তৈরি করা এবং লেখাপড়ার প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা ও সমস্যার সমাধান করা।“শিক্ষা প্রতিদিন ডট কম” সকল স্তরের বাংলা ভাষাভাষী মানুষদের একত্রিত হওয়ার সেই সুযোগ করে দিচ্ছে।
তাই চলুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের শিক্ষার উন্নয়নের জন্য এক হয়ে “শিক্ষা প্রতিদিন ডট কম” কে সমৃদ্ধ করে অনলাইনে বাংলা ভাষায় শিক্ষার তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে এগিয়ে আসি।
“শিক্ষা প্রতিদিন ডট কম”এ শিঘ্রই নিমোক্ত সুযোগ-সুবিধা দেওয়া হবেঃ
⇒ অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী “শিক্ষা প্রতিদিন ডট কম”অনলাইন নিউজ পোর্টালে স্থায়ী প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ।
⇒ ভবিষ্যৎ বেতনভাতা ও বিভিন্ন ভাতা দেওয়া হবে।
⇒ নিজ এলাকায় বা যেখানে অবস্থান করছেন সেখানে কাজ করার সুবিধা।