একটি মাধ্যমিক বিদ্যালয়ের বৈশাখী ভাতার হিসাব
একটি সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা কত টাকা বৈশাখী ভাতা পাবেন তা দৈনিক শিক্ষার পাঠকের জন্য তুলে ধরা হলো। তবে, শহরাঞ্চলে অনেক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যেখানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা অনেক বেশি। নমুনা হিসেবে ১৬ জন শিক্ষক-কর্মচারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের হিসেব তুলে ধরা হলো।
দৈনিক শিক্ষার এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন বলেন, আগামী বৈশাখ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন। কোনও বকেয়া পাবেন না।
অপরদিকে, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি কবে থেকে দেয়া হবে তা প্রজ্ঞাপন জারি করে স্পষ্ট করা হবে। সরকারি শিক্ষকদের মূল বেতনের সাথে প্রতিবছর জুলাই মাসে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি যোগ হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা দেন। এখন প্রজ্ঞাপন জারি করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তৈরিকৃত হিসাবটি দেখুন: