বাশিস (নজরুল)পক্ষ থেকে দাবি-দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচিত বিষয়গুলো

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২১ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৮:৫৬ পিএম, ২১ এপ্রিল ২০১৯

বাশিস (নজরুল) এর প্রতিনিধি দল আলোচনা করছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগে সচিবের সাথে
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ সহ পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া ও বেসরকারী শিক্ষকদের বদলির সুনির্দিষ্ট নীতিমালা দ্রুত প্রণয়নের দাবী নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল আজ দিনভর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও বিভিন্ন দফতরে ব্যস্ত সময় পার করেছেন।

প্রতিনিধি দলটি বেলা ১ঘটিকায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করে অতিরিক্ত ৪% কর্তন বন্ধ,শতভাগ উতসব ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়।বদলি ব্যবস্থা চালুর জন্য সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম একটি খসড়া নীতিমালা(প্রস্তাবিত) প্রদান করেন ও বদলি ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা ও শিক্ষকদের কষ্টের কথা সংক্ষেপে প্রকাশ করেন।
সচিব মহোদয় ধৈর্য সহকারে বিস্তারিত শুনেন ও দাবি আদায়ের ব্যাপারে আশ্বস্ত করেন।
বাশিস (নজরুল) এর প্রতিনিধি দল আলোচনা করছেন মাউশি মহাপরিচালকের সাথে
বেলা ২ ঘটিকায় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনির নেতৃত্বে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অনুরোধপত্রটি গ্রহণ করে মাননীয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলাপ করে ৪% কর্তন বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।পাশাপাশি বদলির খসড়া প্রস্তাবটিও সংগ্রহ করেন।সচিব মহোদয়ের মাধ্যমে মাননীয় শিক্ষা মন্ত্রীর নিকট অনুরোধপত্র জমা রাখেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির প্রতিনিধি দলটি বেলা ৩ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম রহমানের সঙ্গে সাক্ষাৎ করে উপরোক্ত দাবিগুলো আলোচনা করে অনুরোধপত্র জমা দেন।শীঘ্রই মিটিং করে সমাধানের ব্যাপারে অাশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে তারা (শিক্ষক নেতৃবৃন্দ) দ্রুত বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার ৪ ভাগ অতিরিক্ত কর্তনের প্রজ্ঞাপন বাতিল, বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা জারী সহ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া বাড়ানোর দাবি করেন। পাশাপাশি ওই সব দাবি সংবলিত একটি অনুরোধ পত্র ও খসড়া নীতিমালা কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির পরবর্তী কার্যক্রম আগামী ১ লা মে প্রেসক্লাবে অতিরিক্ত ৪%কর্তন বন্ধ, উতসব ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে বিধায় সকল বেসরকারি শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণে অনুরোধ জানান সভাপতি নজরুল ইসলাম রনি।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি’র (বাশিস) সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান লিয়াজো ফোরামের মুখপাত্র জনাব নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আবুল হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, সহকারী মহাসচিব মঈনুল ইসলাম প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)