অতিরিক্ত ৪%কর্তন বন্ধ ও কর্তনকৃত টাকার স্বচ্ছ হিসাব চেয়ে প্রেস বিজ্ঞপ্তি-বাশিস(নজরুল)
আগামী ১লা মে পুর্নাঙ্গ উতসব ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি ও অতিরিক্ত ৪% কর্তন বন্ধসহ কর্তনকৃত টাকার স্বচ্ছ হিসাব দেয়ার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা।
কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের ৬% হিসাবে স্বচ্ছতা অনয়নের লক্ষ্যে প্রত্যেক শিক্ষকের যৌথ একাউন্টে টাকা রাখতে হবে। কোন অজুহাতেই ১০% কর্তন করা যাবেনা। অন্যথায় শিক্ষা-প্রতিষ্ঠান গুলোতে অবিরাম ধর্মঘট চলবে।আজ বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে এই আহবান জানিয়েছেন।
শিক্ষকদের নামে একাউন্ট করে স্বচ্ছতার সাথে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের ৬% কর্তনের টাকা জমা রাখতে হবে।কর্তনের টাকার কোন স্বচ্ছতা নেই। অতিরিক্ত কর্তন মানিনা।কঠোর আন্দোলন কর্মসূচি আসছে।শিক্ষক-কর্মচারীদের বেতনের অতিরিক্ত টাকা কর্তন হলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এটি সরকার বিরোধী কোন চক্রান্ত।শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে অনুরোধ জানাচ্ছি।আজ বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও লিয়াজো ফোরামের মুখপাত্র জনাব নজরুল ইসলাম রনি ও ভারপ্রাপ্ত মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স এর যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি গাজি মামুন আল জাকির, সিনিয়র যুগ্ম মহাসচিব আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ জামাল রানা,সহকারী মহাসচিব মইনুল ইসলাম এবং লিয়াজো ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তিতে..