কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সংগঠনগুলো ঐক্য গঠনের মাধ্যমে শিক্ষক আন্দোলন অগ্রসর হচ্ছে-বাশিস

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি(নজরুল)

ঐক্য গঠনের লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি(নজরুল) বাংলাদেশ টিচার্স কাউন্সিল (বিটিসি),সহকারি প্রধান শিক্ষক সমিতি,শিক্ষা জাতীয়করণ মঞ্চ,কলেজ শিক্ষক সমিতি ও অধ্যক্ষ পরিষদের নেতৃবৃন্দ অতিরিক্ত ৪% কর্তন বন্ধ, ৫০% বাড়ি ভাড়া, পুর্নাংগ উতসব ভাতা ও জাতীয়করণ বাজেট বরাদ্ধসহ ভবিষ্যৎ একদফা একদাবি জাতীয়করণ আদায়ের লক্ষে একমত পোষন ও পুর্ন সমর্থন করলাম। উক্ত দাবিতে আগামী ১মে সকাল ১০টায় সম্মানীত নেতৃবৃন্দগন প্রেসক্লাবে উপস্থিত থাকবেন।
বৃহত্তর স্বার্থে সমমনা সকল সংগঠনগুলোকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত আছে,থাকবে।নিজেদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে দলমত ভুলে সকল বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১লা মে প্রেসক্লাব উপস্থিত হয়ে মাননীয় সরকারের দৃষ্টি অাকর্ষণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।

দশে মিলে করি কাজ,হারিয়ে যেতে নাহি লাজ।
আমাদের সংগ্রাম চলছে, চলবেই।
চল চল ঢাকা চল এই স্লোগান নিয়ে সকলেই চলে আসুন।

লেখকঃ
মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক,
কেন্দ্রীয় কমিটি,

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)