৪% কর্তন বন্ধের দাবিতে ১লা মে বাশিস(নজরুল) ও লিয়াজো ফোরাম মাঠে নামছে
অতিরিক্ত ৪% কর্তন বন্ধ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ১ লা মে মাঠে নামছে বাশিস ( নজরুল) লিয়াজো ফোরাম সহ পাঁচটি সংগঠন।
দাবির পক্ষে আপোষহীন সংগঠন বাশিস। তাই অতিরিক্ত ৪% কর্তন বন্ধ সহ পূর্ণাঙ্গ ঈদ বোনাস, চিকিৎসা ভাতা, বদলি এবং সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে সাড়া দিয়ে ১ লা মে রাজ পথে নামবে বেসরকারি শিক্ষক সমাজ।
মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে বাশিস। এই কর্মসূচীকে সফল করার জন্য বেসরকারি শিক্ষক সমাজ স্বতঃস্ফূর্ত ভাবে জেগে উঠেছে। তাই ১ লা মে বেসরকারি শিক্ষক সমাজ বাশিসের সাথে একত্রিত হয়ে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিবে দাবি আদায়ের পক্ষে।দাবি আদায়ে আর কোন রকম ছাড় দিবে না বেসরকারি শিক্ষক সমাজ। তাই নিজ অধিকার আদায়ে এখন বেসরকারি শিক্ষক সমাজ সোচ্চার এবং যেকোনো মূল্যে দাবি আদায়ে প্রস্তুত। সারা দেশ এখন দাবি আদায়ে উত্তাল। অতিরিক্ত ৪% কর্তন বন্ধ সহ প্রত্যেকটি দাবি আদায় করার পক্ষে অবস্থান নিচ্ছেন বেসরকারি শিক্ষক সমাজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজ পথ ছাড়ব না ঐ স্লোগানে আজ সারা বাংলাদেশ জেগে উঠেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শিক্ষকদের ওপর অবিচার মানি না মানব না।
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ এই যে, আপনি বেসরকারি শিক্ষকদের দাবি দাওয়া মেনে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করুন এবং সোনার বাংলার স্বপ্ন বাস্তববায়ন করুন। শিক্ষক সমাজ আপনার সিদ্ধান্তের ওপর চেয়ে আছে।
আমরা বেসরকারি শিক্ষকরা চিরদিন আপনার আজ্ঞাবাহ হয়ে থাকব।
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাশিস ( নজরুল)