বাশিস (নজরুল) এর নেতৃত্বে ঈদের পর আসছে ঐক্যবদ্ধ আন্দোলন
আগামী পবিত্র ঈদুল ফিতরের পর বাশিস (নজরুল) এর নেতৃত্বে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসতেছে ঐক্যবদ্ধ আন্দোলন।
আন্দোলন ছাড়া দাবি আদায় মনে হয় আমরা সফল হব না। সমঝোতার আশায় ছিলাম কিন্তু তাও সম্ভব হলো না। অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা গেল না। অতিরিক্ত কর্তন বন্ধ করার শর্ত হিসেবে বলা হলো আগে অবসর ও কল্যান তহবিলের আয়ের উৎস বের করুন এবং গ্রহণ যোগ্য হলে কর্তন বন্ধ করার জন্য সুপারিশ করা হবে। অতিরিক্ত কর্তন বন্ধ, পূর্ণাঙ্গ ঈদ বোনাস, চিকিৎসা ভাতা, ৫০ শতাংশ বাড়ি ভাড়ার এখনো কোন আশ্বাস পাওয়া গেল না। বলেছেন বদলি হতে পারবেন তার ও কোন পরিষ্কার দিক নির্দেশনা পাওয়া গেল না।
কত সালের কত তারিখ থেকে বদলি কার্যক্রম চালু করা হবে তার ও কোন সঠিক তথ্য জানা গেল না? তাই দেখা যাচ্ছে আন্দোলন ছাড়া আর কোন পথই খোলা রইল না বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য।
পূর্বের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় আন্দোলন ছাড়া দাবি আদায় হয়নি। ১০০ শতাংশ সরকারি অংশ বা অনুদান হিসেবে যা আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছি তাও আন্দোলনের মাধ্যমে পেয়েছি। তাহলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আন্দোলন ছাড়া কাজ হবে না। তাই ঈদের পর বাশিস (নজরুল) এর নেতৃত্বে আন্দোলনে নামতে হবে। সকলের সম্মিলিত আন্দোলনই সফলতা এনে দিতে পারে । বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নিকট বিনীত অনুরোধ এই যে, আপনারা আর বিলম্ব না করে আন্দোলনের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দাবি আদায়ে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নিমন্ত্রণ রইল বাশিসের পক্ষ থেকে। আপনারা অবশ্যই আন্দোলনে দলে দলে যোগদান করবেন। এ মন মানসিকতা তৈরি করবেন। আর নয় টিভির ব্রেকিং নিউজ সরাসরি আন্দোলনে অংশ গ্রহণ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ গ্রহণ করলে সফলকাম হব ১০০ শতাংশ।
আহব্বানেঃ
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম- মহাসচিব
বাশিস (নজরুল)
কেন্দ্রীয় কমিটি।