বেসরকারী শিক্ষা জাতীয়করণ উপযোগী বাজেট চাই!
শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। যার জন্ম না হলে আজ ও এদেশের মানুষ স্বাধীন ভাবে চলতে পারতো না।তাই আমি নিজেকে গর্বিত মনে করি, এই জন্য যে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একজন নাগরিক।
এ দেশ আজ উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে পরিণত হবার দ্বার প্রান্তে।
এ দেশ আজ স্ব-গৌরবে মাথা উঁচু করে বিশ্বদরবারে নিজেদেরকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।দক্ষ নেতৃত্বে এ দেশ এখন শুধু সোনার বাংলার রুপকার, জাতির জনকের সকল স্বপ্ন একে একে বাস্তবায়ন করে চলেছেন।এখন পিছনে ফেরার সময় নাই, যুগের সাথে তাল মিলিয়ে দূর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের প্রাণপ্রিয়ো মাতৃভূমি।আর এসব সম্ভব করছেন মাদার অব হিউম্যানেটি খ্যাত, সময়ের সাহসী নেত্রী, মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।তাই তাঁর প্রতি রইলো আমার গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
আজ জাতির ভাগ্যাকাশে নতুন দিগন্ত সূচিত হতে চলেছে বহুবিধ উন্নয়ন কর্ম-কান্ডের মাধ্যমে। নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহত্তর কাজেও কারও সাহায্যের প্রয়োজন হয় না।এ জাতি আজ মহাকাশ জয়ের নেশায় মত্ত,তাই মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করাও মামুলি ব্যাপার মাত্র।
এতো সব অর্জনের পরেও কোথায় ও যেনো একটু ঘাটতি পরিলক্ষিত হয়।হাজার মণ দুধের মধ্যে যদি এক ফোঁটা গো-মুত্র পরে তাহলে সে দুধ আর আদর্শ খাদ্য থাকে না। ঠিক সেই রকমই আমাদের এতো উন্নয়নের পরেও বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণতা পায়নি।
জাতির জনকের একটা মৌলিক স্বপ্ন আজও কেনো বাস্তবায়িত হলো না? কোনো দেশ বা জাতি উন্নতির প্রথম শর্ত সেই দেশের সু-শৃঙ্খল এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।আর যেটা স্বাধীনতার ৪৮ বছরেও সম্ভব হয়নি।যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত।
এই সহজ বিষয়টা বুঝতে এখনো কেনো সমস্যা হচ্ছে? পরিপক্ক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয়।
তাই আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিনয়ের সাথে বলবো, আগামী বাজেটে অর্থাৎ ২০১৯/২০ অর্থ বছরের বাজেটেই সকল বেসরকারী শিক্ষক- কর্মচারীদের চাকরী সরকারীকরণ উপযোগী বাজেট বরাদ্দ রেখে এ দেশকে বিশ্বের রোল মডেল দেশে পরিণত করবেন এবং সেই সাথে এ দেশের শিক্ষা ব্যবস্থায় বিরাজমান সকল বৈষম্য নিরসনে আপনার বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে শিক্ষক সমাজের সকল বঞ্ছনা দূর করতে সক্ষম হবেন।
লেখকঃ
মোহাম্মদ মোকাররম হোসেন (আপন)।
সাধারন সম্পাদক,
বাংলাদেশ শিক্ষক সমিতি(নজরুল),
চট্টগ্রাম বিভাগ।
(মতামতের জন্য সম্পাদক দায়ী নয়)