বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ও লিয়াজো ফোরামের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন ও ইফতার পার্টি

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৮ মে ২০১৯ | আপডেট: ০৯:৩২ পিএম, ১৮ মে ২০১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ও লিয়াজো ফোরামের  যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন ও ইফতার পার্টি
আজ শনিবার (১৮ মে) ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিকাল ৪ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ও লিয়াজো ফোরামের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। শিক্ষক দরদী সংগঠনগুলো একাত্মতা ও ঐক্য গঠনে এগিয়ে আসায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক নেতা মোঃ নজরুল ইসলাম রনি । কর্তন বন্ধ, ঈদ বোনাস বৃদ্ধি, ৫০% বাড়ি ভাড়া, এনটিআরসি বিজ্ঞপ্তির পুর্বে বদলি, ট্রাস্ট বিলুপ্ত করে পেনশনের দাবি তোলেন সংবাদ সম্মেলনে।

জাতীয়করন দাবিতে যুগোপযোগী আন্দোলনের জন্য সকল সংগঠন নেতৃবৃন্দ মত প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন মিয়াকে নির্বাহী সভাপতি, মোঃনজরুল ইসলাম রনি কে মুখপাত্র” এবং বাংলাদেশ টিচার্স কাউন্সিল (BTC) এর সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম কে ১ম যুগ্ম আহবায়ক করা হয় করে “এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটি গঠন” নামে বৃহত্তর জোট গঠন করা হয়। উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ মেজবাহুল ইসলামকে যুগ্ম সম্পাদক এবং জনাব মোঃ বজলুর রহমানকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে বেশ কয়েকটি সংগঠন কে অন্তভুক্ত করা হয়।

আসন্ন ইদুল ফিতরের পূর্বেই তারা পূর্ণাঙ্গ ইদ বোনাসসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানান। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ফেরত নিয়ে হলেও সরকারিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন শিক্ষক নেতারা।

জাতীয়করণ বিষয়ে শীঘ্রই বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে । সকল সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, বাশিসের উপদেষ্টা সাজেদা বেগম, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী জাতীয়করণ মঞ্চের আফজালুর রশীদ ও আবুল বাশার নাদিম, বিটিসি এর সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাসচিব মো. মঈনুল ইসলাম, সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মো. হান্নান সরদার, লিয়াজোঁ ফোরামের উপদেষ্টা মো. ফিরুজ মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আমিন শেখর, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মো. বজলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মো. এনামুল হক প্রমুখ।

শিক্ষা প্রতিদিন/ নিউজ/এ আর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)