সাধারণ শিক্ষায় যুক্ত হচ্ছে ভোকেশনাল কোর্স
মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষায় যুক্ত হচ্ছে ভোকেশনাল কোর্স। কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও দক্ষ জনশক্তি তৈরিতে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় প্রাথমিকভাবে দেশের ৬৪০টি প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড কোর্স চালু করা হবে। পরবর্তী সময়ে এ কর্মসূচি মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-মাদরাসা) চালু করা হবে।
৬৪০ শিক্ষা প্রতিষ্ঠানে এ কোর্স চালু করতে রোববার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে আগামী ২৭ মে আবারও সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ, অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তাগিদ দেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, মাধ্যমিকের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় নবম-দশম শ্রেণিতে এসএসসি/দাখিল ভোকেশনাল কোর্স চালু করা হবে। কর্মসূচির আওতাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ১২টি ট্রেডের মধ্যে পছন্দ অনুসারে দুটি ট্রেড চালু করবে। প্রতিটি প্রতিষ্ঠানে দুটি ট্রেডে মোট (প্রতি ট্রেডে ৪০ জন করে) ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
মাধ্যমিক পর্যায়ে ভোকেশনাল শিক্ষা দিতে হলে ৬৪০ স্কুল-মাদরাসায় নতুন করে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানে অতিরিক্ত তিনটি করে শ্রেণিকক্ষ নির্মাণের কাজ চলছে। ভোকেশনাল কোর্স চালু করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুজন ট্রেড ইন্সপেক্টর, একজন করে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের সহকারী শিক্ষক, একজন করে কম্পিউটার প্রদর্শক ও ল্যাব সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে।