দাবি আদায়ে মহাসমাবেশ করবে জোটভুক্ত সংগঠন
বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর উদ্যোগে বৃহত্তর ঐক্যের মাধ্যমে এবং সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে দাবি আদায়ে মহাসমাবেশ করবে জোটভুক্ত সংগঠন । বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এখন দাবি আদায়ে আন্দোলনের বিকল্প কোন পথ দেখছেন না। তাই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্রতি বিশেষ জোর দিচ্ছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় সম্ভব হবে বলে মতামত দিচ্ছেন।
এই মতামতের ভিত্তিতেই বাশিস এগিয়ে যাচ্ছে বৃহত্তর ঐক্যের দিকে। অধিকাংশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সংগঠন গুলো এগিয়ে আসছে ঐক্যের মাধ্যমে আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য। ইতিমধ্যে ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংগঠন গুলোর প্রস্তুতির কাজ চলছে। আন্দোলনকে সফল করার জন্য জেলা, থানা এবং বিভাগীয় পর্যায়ে সংগঠিত হওয়ার কাজ চলছে।
আন্দোলনে সফল হওয়ার জন্য সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নিজ দায়িত্বে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। নিজে কাজ করতে হবে এবং অন্যকে উৎসাহিত করতে হবে। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে। কেউ কারোর অধিকার আদায় করে দিতে পারে না। এটা ভেবে সকলকে কাজ করতে হবে।
অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ সহ পূর্ণাঙ্গ ঈদ বোনাস, চিকিৎসা ভাতা, বদলি, সন্তানদের শিক্ষা ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্তন বন্ধ করে পেনশনের আওতায় আনতে হবে এটাই হবে আমাদের মুল লক্ষ।
আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য তাই কোন রুপ বিভাজন থাকা উচিৎ নয়। সকলকে এক প্লাটফর্মে এসে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের তাই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটির পতাকাতলে এসে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
জাতীয়করণ আদায় হবে ইনশাআল্লাহ।
আর নয় কোন বিভাজন আসুন আমরা একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করে সফলকাম হয়ে ঘরে ফিরি।
লেখকঃ
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম- মহাসচিব
বাশিস (নজরুল)
কেন্দ্রীয় কমিটি।