বেশিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি
★ খোলা চিঠি ★
—————————-
মাননীয় প্রধানমন্ত্রী,
মানবতার জননী,
গরীব - দুঃখীর বন্ধু,
শ্রদ্ধেয় জাতিরজনকের কন্যা,
শেখ হাসিনা।।
আন্তরিক শুভেচ্ছা ও ছালাম নিবেন।
আমরা বেসরকারি শিক্ষকরা দেশের ৯৫% শিক্ষার চালিকা শক্তি।
দেশ ও সমাজের উন্নয়নে আমরা মুখ্য ভুমিকা পালন করছি।
অথচ আমরা সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত এবং লাঞ্ছিতও।।
আমরা যে মূল বেতন পাই তার সাথে মাত্র ১০০০ টাকা বাড়ী ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই।
আমাদের এই সামান্য বেতন থেকে কল্যান ও অবসর এ-র নামে ১০% জোরকরে কর্তন করা হচ্ছে।
উৎসব ভাতা আমরা পাই মাত্র ২৫%, যা দিয়ে আমরা সঠিকভাবে উৎসব পালন করতে
পারিনা।।
আমাদের অনেক অভাব, সমস্যা ও হতাশা।
আর এ সকল সমস্যার সমাধান একমাত্র আপনি করতে পারেন।
আপনার মহান পিতা, আমাদের জাতিরজনক যেমন একযোগে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন, আপনিও যেমন একযোগে সকল রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন, তেমনি ভাবে আপনিই পারেন সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করে সকল সমস্যার সমাধান করতে।।
আশাকরি আপনি আমাদের দুঃখের দরদী হবেন।।
ইতি
সকল বেসরকারি শিক্ষকের পক্ষে
গাজী মামুন আল জাকীর
( সিনিয়র সহসভাপতি)
বাংলাদেশ শিক্ষক সমিতি ( নজরুল)
তাং— ২৩/০৫/২০১৯ইং