শিক্ষকদের অধিকার আদায়ে বাশিস (নজরুল) বিরামহীন ভাবে কাজ করছে
বাশিস (নজরুল) বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে বদ্ধপরিকর। এই লক্ষ্য ও উদ্দেশ্যে বাশিস প্রতিটি বিভাগীয়, জেলা,উপজেলায় দিনরাত পরিশ্রম করছে শিক্ষকদের অধিকার আদায়ে সোচ্চার করার জন্য। নিজ অধিকার নিজেকেই আদায় করতে হবে। কেউ কাউকে অধিকার আদায় করে দিতে পারে না।
আমরা যদি আজও বিচ্ছিন্ন ভাবে আন্দোলন করি তাহলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা কেন এভাবে নিজ অধিকার আদায় থেকে বঞ্চিত হব বলুন আপনারা?
আসুন আমরা পূর্বের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য গড়ে তুলি। দাবি আদায়ে এগিয়ে যাই। সংগঠন যার যার দাবি মোদের সবার। তাই আর কোন মতানৈক্য থাকা উচিৎ নয়। আমরা এক প্লাটফর্মে আসলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আসুন আমরা দাবি দাওয়া নিয়ে এগিয়ে যাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে।
আমরা যদি আমাদের অনৈক্যের কারণে বঞ্চিত হই দোষ দিব কাদের? আমাদেরকে তাই সঠিক পদক্ষেপ নিতে হবে আন্দোলনের জন্য। সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের তাই এক প্লাটফর্মে এসে আন্দোলনের ডাক দিতে হবে। আমরা সবাই একই পথের পথিক এক্ষেত্রে বিভাজন থাকা উচিৎ নয়। বিভাজন আমাদের সর্বনাশ ডেকে আনবে তাছাড়া কিছু নয়।
একতাই মানুষের মুক্তির পথ এ কথা মনে রেখে এগিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণে আসুন না আমরা একত্রিত হই। ভুল বুঝাবুঝি থাকতে পারে কিন্তু তার ও একটা সমাধান আছে। আসুন আমরা এক টেবিলে বসে আলোচনা করে তার সমাধান খুঁজে বের করি। আলোচনার মাধ্যমেই আমাদের সফলতা আসতে পারে। আলোচনার বিকল্প কিছুই হতে পারে না। নিজেদের মধ্যে অনৈক্য থাকলে অন্যরা তার সুবিধা নিবে। এটা কোন মতেই মেনে নেয়া যায় না। আমাদের ভুলের জন্য আমরা অধিকার আদায়ে বঞ্চিত হব এটা কারোর কাম্য হতে পারে না।
আহবানেঃ
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম- মহাসচিব
বাশিস( নজরুল)
কেন্দ্রীয় কমিটি।