কারিগরি শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কেন ঈদের পর?
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল শ্রেণির পেশাজীবীদের বেতন -ঈদ বোনাস ঈদের আগে প্রদানের নির্দেশ থাকলেও একমাত্র কারিগরি শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে ঈদের পর ১০ জুন পর্যন্ত উত্তোলনের সময়সীমা কেন ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের সকল কারিগরি শিক্ষকদের মাথায়। একই দেশে দ্বৈত নীতি কিভাবে চলে এটা কারিগরি শিক্ষকদের নিকট বোধগম্য নয়। জেনারেল শাখার সকল শিক্ষক-কর্মচারী যখন ০৩ জুন তাদের বেতন উত্তোলন করবে সেখানে কারিগরি শিক্ষক-কর্মচারীরা দুশ্চিন্তায় ঈদের আনন্দ মাটি করবে। এ কেমন স্বাধীন দেশ?
আজ আমরা সকল সেমিনারে মুখ উচ্চ করে বলি আজকের বাংলাদেশ অপার সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশ। কথাটা আংশিক সত্য হলেও পুরোটা নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার বেলায় ডিজিটাল, শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বেলায় ডিজিটাল,এমপিওভুক্ত শিক্ষকদের অনুদানের টাকা থেকে ট্যাক্স কর্তনের বেলায় ডিজিটাল । শুধুমাত্র শিক্ষকদের কোন কিছু দিতে গেলে অ্যানালগ। আমি একজন নাগরিক হিসেবে এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। শুধু আপসোস ঐ সকল কর্মকর্তাদের প্রতি, যাদের চরম উদাসীনতার কারণে কারিগরি শিক্ষকদের ঈদের সিকি আনন্দটাও মাটি হতে চলছে।
আমার জানা মতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ব্যতীত কোন পেশাজীবী নাই যাদের বেতন-বোনাস ঈদের আগে পাবে না। সংশ্লিষ্টদের প্রতি আমার সবিনয় অনুরোধ ঈদের আগে বেতন -ঈদ বোনাস দ্রুত উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদের আনন্দে মুখরিত হোক সকলের জীবন। মুছে যাক সকলের না পাওয়ার বেদনা।
লেখক ও কলামিস্টঃ
আজিজুর রহমান
তালুকনগর উচ্চ বিদ্যালয়,
দৌলতপুর, মানিকগঞ্জ
admin@a-rahman.info