কলেজে কর্মরত নন-এমপিও প্রদর্শক (আইসিটি) পদে এমপিওভুক্তি শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি।
কলেজে কর্মরত নন-এমপিও প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের শিক্ষক এমপিওভুক্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে ৩০ মে’২০১৯খ্রি. নির্দেশনা জারি করেছে।
যেসব বেসরকারি কলেজ গুলোতে এ বিষয়ে/পদে শিক্ষক নিয়োগ নেই তা কলেজ চাহিদাপত্র মোতাবেক কলেজ নয়, NTRCA কর্তৃপক্ষ জনবল কাঠামো ২০১৮ অনুসরণের মাধ্যমে নিয়োগ প্রদান করবে।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তা না মেনে অনিয়ম করলে প্রতিষ্ঠান প্রধানের বিধিমোতাবেক এমপিও বন্ধ হয়ে যাবে ও মামলা-মোকদ্দমার সম্মুখীন হবে।
জানা গেছে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮খ্রি. জারি হবার অনেক বছর আগে হতে অনেক পদে নিয়োগকৃত প্রার্থী এমপিওভুক্ত হতে পারেনি। তাদের মধ্যে বেসরকারি কলেজে কর্মরত কয়েকশত প্রদর্শক আইসিটি (কম্পিউটার শিক্ষা) অন্যতম যারা অনেকে ২০/০৩/২০০৫খ্রি. পূর্বে হতে বৈধ নিয়োগকৃত ও কেহ মহামান্য হাইকোর্টে রিটে রায় প্রাপ্ত। কিন্তু সে সময় জনবল কাঠামোতে পদটি অন্তর্ভুক্ত না হতে পারায় এমপিওভুক্ত হতে পারেনি। তারা দীর্ঘদিন যাবত নন-এমপিও হিসাবে মানবেতর জীবনযাপন করছে।
তারপর শিক্ষা বান্ধব সরকার নতুন জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮খ্রি. অনুসারে সেসকল নিয়োগকৃত ও কর্মরত প্রায় নন-এমপিও পদকে নবসৃষ্ট/বৃদ্ধিপ্রাপ্ত পদ উল্লেখ করে। ফলে নিয়োগ বহু প্রার্থী বর্তমানেও এমপিও পাচ্ছিল না। নবসৃষ্ট/বৃদ্ধিপ্রাপ্ত পদে নিয়োগের আদেশ ৩০মে’২০১৯খ্রি. শিক্ষা মন্ত্রণালয় হতে জারি হওয়ায় তাদের এমপিওভুক্তির অপেক্ষা শেষ হলো।
বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত ১৬টি পদে নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদগুলোর মধ্যে স্কুলের ৯টি এবং কলেজের ৭টি পদ রয়েছে। এগুলোর মধ্যে স্কুলের ১টি ও কলেজের ২ টিসহ মোট ৩টি পদে এবছরই নিয়োগ ও এমপিও প্রদান করা হবে। বৃহস্পতিবার (৩০ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জানা গেছে, নিম্ন মাধ্যমিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক পদে এবছরই অর্থাৎ ২০১৮-২০১৯ অর্থবছর থেকেই নিয়োগ ও এমপিও প্রদান করা হবে। এ পদে কর্মরত শিক্ষকরা ১০ কোডে বেতন ভাতা পাবেন। এছাড়া কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রদর্শক ও একই বিষয়ে ল্যাব সহকারীদেরও ২০১৮-২০১৯ অর্থবছর থেকেই নিয়োগ ও এমপিও প্রদান করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রদর্শকরা ১০ কোডে এবং একই বিষয়ের ল্যাব সহকারীরা ১৮ কোডে এমপিও পাবেন।
এদিকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা ২০১৯-২০২০ অর্থবছর থেকে এমপিওভুক্ত হতে পারবেন। এ দুই বিষয়ের শিক্ষকরা ১০ কোডে এমপিও পাবেন। এছাড়া কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২য় পদের ল্যাব সহকারীদেরও ২০১৯-২০২০ অর্থবছর থেকে নিয়োগ দেয়া যাবে।
এছাড়া ২০২০-২০২১ অর্থবছরে কলেজের ৪র্থ পদের প্রদর্শক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষক এবং নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারীদের নিয়োগ দেয়া যাবে। এক্ষেত্রে কলেজের ৪র্থ পদের প্রদর্শকরা ১০ কোডে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষকরা ১০ কোডে এবং নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারীরা ১৬ কোডে এমপিও পাবেন।
২০২১-২০২২ অর্থবছরে স্কুলে ৩টি ও কলেজের ১টি পদে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নিম্ন মাধ্যমিকের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের নৈশ প্রহরী এবং নিম্ন মাধ্যমিকের পরিচ্ছন্নতা কর্মীরা ২০২১-২০২২ অর্থবছর থেকে নিয়োগ ও এমপিও পাবেন। এছাড়া কলেজের ৩য় পদের ল্যাব সহকারীরা একই বছর থেকে নিয়োগ ও এমপিও পাবেন। এক্ষেত্রে নিম্ন মাধ্যমিকের বাংলা বিষয়ের সহকারী শিক্ষকরা ১০ কোডে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের নৈশ প্রহরীরা ২০ কোডে এবং নিম্ন মাধ্যমিকের পরিচ্ছন্নতা কর্মীরা ২০ কোডে এমপিও পাবেন। এছাড়া কলেজের ৩য় পদের ল্যাব সহকারীরা ১৮ কোডে বেতন পাবেন।
এদিকে ২০২২-২০২৩ অর্থবছরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের চারু ও কারুকলা শিক্ষকরা এবং কলেজের ৪র্থ পদের ল্যাব সহকারীরা নিয়োগ পেয়ে এমপিভুক্ত হতে পারবেন। এক্ষেত্রে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের চারু ও কারুকলা শিক্ষকরা ১০ কোডে এবং কলেজের ৪র্থ পদের ল্যাব সহকারীরা ১৮ কোডে এমপিও পাবেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবত নিয়োগকৃত অনেক পদ যা বিভিন্ন সময় জনবল কাঠামোর অতিরিক্ত নন-এমপিও পদ হিসাবে পরিচিত। বর্তমান সরকার ২০১৮ খ্রিষ্টাব্দ নতুন জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে সে সকল পদকেও অন্তর্ভুক্ত করে ও তাকে নবসৃষ্ট/বৃদ্ধিপ্রাপ্ত পদ হিসাবে উল্লেখ করে। নিয়োগ বহু প্রার্থী দীর্ঘদিন যাবত এমপিও পাচ্ছেন না। নবসৃষ্ট/বৃদ্ধিপ্রাপ্ত পদে শিক্ষা মন্ত্রণালয় হতে নিয়োগের আদেশ জারি হওয়ায় দীর্ঘদিন যাবত নন-এমপিও তাদের অপেক্ষা শেষ হল।
বিস্তারিত দেখুনঃ