ঠাকুরগাঁও বিনা বেতনে শিক্ষকতা করে না ফেরার দেশে চলে গেলেন শহীদুল ইসলাম
গৌতম চন্দ্র বর্মন || ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ১৯ বছর বিনা বেতনে শিক্ষকতা করে না ফেরার দেশে চলে গেলেন রুহিয়া সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (সমাজবিজ্ঞান) ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম(৪৫)। তিনি ০২ জুন রোববার সকাল ৯ টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না,,,,,,,,,,,, রাজিউন)মরহুমের নামাজে জানাযা অদ্য ২ জুন/১৯ বিকাল ৫টা ৩০মিনিটে রুহিয়া সাহী মসজিদে অনুষ্ঠিত হবে এবং উক্ত নামাজে জানাযা শেষে তার বাড়ি সংলগ্ন পারিবারিক গোরস্হানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
মরহুম শহীদুল ইসলাম রুহিয়া ঘনিবিষ্টপুর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আলম মাস্টারের ছেলে। তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রুহিয়ার কৃতি সন্তান রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি রুহিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ,রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া শিক্ষক কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল ইসলাম ভিপি, রুহিয়া সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোশারুল ইসলাম, প্রধান শিক্ষক শাহানারা আক্তার শেলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে জার্মান প্রবাসী বজলুর রহমান বাবুল,রুহিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।