ঈদের ৩য় দিনেও রুহিয়ায় চলছে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি খেলা
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের ৩য় দিনেও রুহিয়ায় চলছে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি খেলা।বিদ্যূত এই আছে এই নেই। ফলে ঈদের বাড়তি আনন্দ তো দূরের কথা জনগন রয়েছেন চরম ভোগান্তিতে। অদ্য ৭ জুন শুক্রবার ঈদের ৩য় দিন সকাল হতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যূৎ আসছে আর যাচ্ছে।এ অল্প সময়ের ব্যবধানে প্রায় শতবারের মত এমনটি ঘটেছে। একদিকে জৈষ্ঠ্যের প্রচন্ড তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ ঠিক তখন পল্লীবিদ্যুতের এরকম অব্যবস্হাপনা মানুষের কষ্টকে আরো দিগুণ বাড়িয়ে দিয়েছে।
আবার এ এলাকার সাধারন মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম টেলিভিশন যার নিত্য নতুন অনুষ্ঠান মালা থেকেও বঞ্চিত হচ্ছেন মানুষ। যেন দেখার কেউ নেই। রুহিয়া এলএসডি সংলগ্ন এলাকার বাসিন্দা ও পল্লী বিদ্যুতের নিয়মিত গ্রাহক হাবিবুর, রহমান ও মোহাম্মদ আলী জানান, “আমরা অনেক কষ্ট করে প্রতি মাসে বিদ্যূত বিল পরিশোধ করি কিন্তু পল্লী বিদ্যূতের উত্তম সেবা থেকে আমরা বঞ্চিত।এমনকি ঈদের সময়েও আমরা ঠিকমত বিদ্যূত পাচ্ছি না এটা দুঃখজনক।”
রুহিয়া পল্লী বিদ্যূতের ইনচার্জ প্রকৌশলী শামিম মুঠোফোনে জানান, “বিদ্যূত লাইনের ত্রুটির কারনে এমনটি হচ্ছে,আমি আশা করি স্বল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মানুষ আর ভোগান্তিতে থাকবে না। “