আজ (৯ জুন) বঙ্গবন্ধুর মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছেন বাশিস (নজরুল) এর নেতৃবৃন্দ
বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর উদ্যোগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটি সহ জাতীয়করণ আদায়ের লক্ষ্যে শুভ সূচনা করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করতে গোপালগঞ্জে যাচ্ছেন নেতা-কর্মীরা। শিক্ষা প্রতিদিন ডট কমকে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম- মহাসচিব মোঃ আবুল হোসেন।
তিনি মনে করেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ। থাকবে না কোন হাহাকার সবাই ভোগ করবে সমান অধিকার। সমগ্র বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করা হবে জাতীয়করণ। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার ঘোষণা চাই।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গড়ে উঠবে বৈষম্যহীন সোনার বাংলা। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে এবং উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয়। তবুও আজ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েই গেল বৈষম্যের যাঁতাকলে। সত্যিই এটা হতাশা জনক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বেচে থাকলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যেত। কি কারণে আজ ও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ হচ্ছে না তা বোধ গম্য নয়?
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব বুঝে নিলে যেহেতু সরকারের লাভ ছাড়া ক্ষতি হবে না। সেহেতু সমগ্র বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে সমস্যা কোথায়?
সরকারের ইচ্ছে শক্তিই এখানে মুখ্য। সরকার যদি চায় জাতীয়করণ তাহলে কোন ব্যাপারই নয়। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের ধারায়। শুধু পিছিয়ে যাচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এখন জরুরি।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বারাই এই সমস্যার সমাধান হবে এটাই আমাদের বিশ্বাস।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দিবে। শিক্ষা ব্যবস্থার সকল বৈষম্য দূরীকরণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা জাতিকে উপহার দিবেন।
শিক্ষা প্রতিদিন/বাশিস/মো. আ.হো