শিক্ষক ও শিক্ষার দৈন্য-দশা থেকে মুক্তি একমাত্র দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপই সম্ভব
আজ খুব দু:খের সাথে স্মরণ করছি স্বাধীন বাংলার স্থপতি,রুপকার,হাজার বছরের অবিসংবাদিত নেতা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে।
যার জন্ম না হলে হয়তো আমরা স্বাধীন বাংলা পেতাম না, আজ বাংলাদেশের বড় বড় পদে নিজেদেরকে অলংকৃত করা তো দূরের কথা, বড় বড় পদে আসীন হবার স্বপ্ন ও দেখতে পেতাম না।
সেই জাতির জনক যে স্বপ্ন বুকে নিয়ে এক দল নরপিশাচের নির্মম আঘাতে, বুলেটের গুলিতে স্ব- পরিবারে শাহাদাৎ বরণ করেছিলেন।শুধু মাত্র আজকের দেশ নেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া সবাই। আমি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তাঁর স্বপ্ন শুধু বুকে লালন করে আমরা যদি বাস্তবে রুপদান করতে না পারি, তাহলে কি তাঁর আত্মার কষ্ট হবে না? আমরা আজ পদ্মা সেতু নির্মাণ করছি,মহাকাশ জয় করার জন্য মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করতে পারছি। শুধু পারছি না,মানুষের মৌলিক অধিকার সমগ্রহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে। ভাবতে অবাক লাগে, আজও শিক্ষা নিয়ে আন্দোলন করতে হয়!
সম্রাট নেপোলিয়াল বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব।আমরা আজ এসব তত্ত্ব কথা ভুলে গিয়েছি।আমরা আজ সবাই ক্ষমতার নেশায় ডুবে গিয়েছি! আমাদের মনে নাই যে বঙ্গ বন্ধুর স্বপ্ন ছিলো বৈষম্যহীন দেশ গড়ার। উন্নত দেশ গঠন করতে হলে জাতীকে প্রশিক্ষিত করে তুলতে না পারলে তা কি করে সম্ভব আমার বোধগম্য নয়।
আজ আমরা শুধু ডিজিটাল দেশ গড়ার স্বপ্নে বিভোর কিন্তু সেটা করতে হলে আমাদের জাতীকে শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নাই, সেটা মনে হয় আমরা ভুলে গিয়েছি।
আজও কেনো আমরা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে পারলাম না এর জবাব কার কাছে চাইবো!
শিক্ষাকে বাদ দিয়ে উন্নত দেশ পৃথিবীতে একটাও আছে বলে অন্তত আমার জানা নাই।বিশ্বের সকল দেশ যখন তাদের শিক্ষাকে অগ্রধিকারের মাধ্যমে পা্ল্লা দিয়ে এগিয়ে নিতে ব্যস্ত ঠিক তখনই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে দেওয়ার জন্য একদল ষড়যন্ত্রকারী ছদ্ম বেশে সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে তাদের আশা আকাঙ
ক্ষার প্রতিফলন ঘটিয়ে চলেছে। কিন্তু আমরা তা বুঝতে পারছি না।
যদি এভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এদেশের শিক্ষা ব্যবস্থা অচিরেই ভেঙে পরবে বলে আমি মনে করি।
তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনাকে বিনীত অনুরোধ জানাবো যেনো অচিরেই সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়ে এ জাতী তথা এদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করুন। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুন। আমীন।
মোহাম্মদ মোকাররম হোসেন (আপন)।
সাধারন সম্পাদক,
বাংলাদেশ শিক্ষক সমিতি,(নজরুল)।
চট্টগ্রাম বিভাগ।