বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর ৫১সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কমিটি গঠন
কুমিল্লা প্রতিনিধিঃ
১৩জুন ২০১৯ প্রশান্ত কুমারকে ভারপ্রাপ্ত সভাপতি,মোহাম্মদ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক ও সহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট”বাংলাদেশ শিক্ষক সমিতির” কুমিল্লা জেলা” কমিটি গঠন করা হয় এবংঅনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলে, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃনজরুল ইসলাম রনি উক্ত কমিটির অনুমোদন দেন।
উক্ত জেলা কমিটিকে উপজেলা কমিটিগুলো দ্রুত গঠনের জন্য অনুরোধ করেন। শীগ্রই বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর কেন্দ্রীয় কমিটির একটি দল কুমিল্লা জেলা সফর করবে বলে নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ তিনি (মোহাম্মদ সিরাজুল ইসলাম) শিক্ষা সংবাদ ডট কমকে নিশ্চিত করেন। শীগ্রই যশোর ও সিলেট জেলায় সাংগঠনিক সফর করবেন বলেও নিশ্চিত করেন তিনি।
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সভাপতি জনাব নজরুল ইসলাম রনি ।এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে ইস্পাত দৃঢ় আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন।মোঃ নজরুল ইসলাম রনি,সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি ও মুখপাত্র,এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটি ।