ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌরসভাধীন ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ সালন্দর ইসলামিয়া কামিল (এম এ)মাদ্রাসায় ১৭ জুন সোমবার সকাল সাড়ে ১১ টায় পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
শীলাব্রত কর্মকার ।তিনি ষষ্ঠ শ্রেণি,নবম শ্রেণী ও আলিম শ্রেণিতে পরিদর্শনকালে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ও ভবিষ্যতে কি হবে তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানান। শিক্ষার্থীদের পেশাগুলোর মধ্যে বেশিরভাগই চিকিৎসক ইঞ্জিনিয়ার,ম্যাজিস্ট্রেট , শিক্ষক,পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী অফিসার,ফায়ার সার্ভিস কর্মীসহ বিভিন্ন পেশায় কাজ করার কথা বলেন। এর আগে তিনি আরও দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনকালে তিনি ষষ্ঠ শ্রেণীতে গণিত বিষয়ে আলোচনা করেন, নবম শ্রেণীতে বাল্যবিবাহ থেকে বিরত থাকার জন্য ছাত্রীদের প্রতিজ্ঞাবদ্ধ করেন। দ্বিতল ভবনে আলিম প্রথম বর্ষের শ্রেণিকক্ষে সহকারী অধ্যাপক বেলালউদ্দিনের পৌর বিজ্ঞানের ক্লাসে সুশাসন বিষয়ে আলোচনার এক পর্যায়ে সুশাসন বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত
কর্মকার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরিদর্শন শেষে তিনি অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের পেশাদারিত্বের ক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে পড়ার বিষয়টি জানান। এটি উত্তরণে এবং তাদের স্ব-স্ব উচ্চাকাঙ্ক্ষাকে উদ্বুদ্ধকরণে পড়ালেখার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বেশি বেশি পালন করতে হবে। সেই সাথে শিক্ষিকাদের উদ্দেশ্য বলেন, ছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদের সমস্যাগুলো শুনে তাদের শারীরিক বিষয়গুলো সমাধানের ব্যবস্থা রাখতে হবে। এ সময় মাদ্রাসায় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির
(ভারপ্রাপ্ত) সভাপতি, মোঃ হুমায়ুন, অধ্যক্ষ, মাওলানা রফিকুল ইসলাম, উপাধাক্ষ মাওলানা আবুল হাসান ত্বোহা, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,মাওলানা বাদশাহ আলমগীর ফকিহ, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা মিজানুর রহমান, প্রশান বিভাগের প্রভাষক আলতাফুর রহমান প্রভাষক
মাওলানা শাহাজাহান নেওয়াজ, প্রভাষক,(গণিত) মিস্টার জিন্নাত, সহকারী শিক্ষক (গণিত), রেজওয়ানুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।