ঠাকুরগাঁও বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২০ জুন ২০১৯ | আপডেট: ০৪:৪৬ পিএম, ২০ জুন ২০১৯

ঠাকুরগাঁও বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বই বিতরন অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা উপ পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ।

সভায় পৌর শহরের ১ হাজার ১৩৮ জন বয়স্ক, ৪৭০ জন বিধবা ও ৩৮৬ জন প্রতিবন্ধীর মাঝে বই বিতরন করা হয়। এ সময় পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত
ছিলেন। এছাড়াও ১২৬ জন বয়স্ক, ৪১ জন বিধবা ও ৭০ জন প্রতিবন্ধীকে অতিরিক্ত ভাতা ভোগীর মাঝেও বই বিতরন করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)